ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ আপডেট ১২ দিন আগে

গরমে মেকআপ গলে যায়? দেখুন সমাধান

ডেস্ক ১৫ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ২৩

বাইরে ভ্যাপসা গরম! কিন্তু কাজ কর্মের জন্য বাইরে বেরোতে তো হবেই, বিভিন্ন অনুষ্ঠানেও এটেন্ড করতে হবে। কিন্তু এই গরমে ঘামের মোকাবেলা করে মেকআপ ঠিক রাখা অনেক কষ্ট, তবে এরও রয়েছে কিছু উপায়। দেখে নিন সেগুলো।

এই গরমে যথা সম্ভব কম প্রসাধনী ব্যবহার করুন। যত কম ব্যবহার করবেন মেকআপ তত হালকা থাকবে। মুখে পুরু মেকআপ এর আস্তরন আপনার ঘামের পরিমান বাড়িয়ে দিতে পারে। আর সব সময় ব্যাকটেরিয়া বিরোধি মেকআপ ব্যবহার করার চেস্টা করুন

গরমে ফাউন্ডেশনের বদলে কন্সিলার ব্যবহার করেন। এতে করে ত্বক হালকা থাকবে আবার মুখের দাগও ঢেকে যাবে। লক্ষ রাখবেন প্রসাধনীর এসপিএফ এর মাত্রা যেন ৩০ এর বেশি হয়। এ ক্ষেত্রে বিবি ক্রিম একটি ভালো উপায়। কারণ এটি ময়েচারাইজার ও ফাউন্ডেশনের মিশ্রন।

সব থেকে গুরুত্বপূর্ন বিষয় গরমে চেস্টা করবে ওয়াটার প্রুফ আইলাইনার মাসকারা ও আই পেনসিল ব্যবহার করুন। কারণ গরমে বার বার মুখ মুছতে হয়। মুখ মুছতে গিয়ে যাতে চোখের কাজল মুছে না যায় সেজন্য এই প্রসাধনীগুলো ব্যবহার করা উচিৎ। অবশ্যই আই লাইনার একদম হালকা বা একদম ডিপ কালারের ব্যবহার করবেন, তাতে আপনাকে সারাদিন সকাল বেলার মতন সতেজ দেখাবে।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »