ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ আপডেট ১১ দিন আগে

বলিরেখা, ব্রণ ও ডার্কসার্কেল দূর করে ত্বক ফর্সা করবে এই ফেসমাস্কটি

ডেস্ক ২৬ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ২১

ভাবছেন অনেক দামী দামী পণ্য ব্যবহার করে তৈরি হবে এই ফেসমাস্ক? একদমই নয়৷ বরং এমনই তিনটি সহজলভ্য উপাদান দিয়ে তৈরি হবে এই যাদুকরী ফেসমাস্কটি যা রয়েছে অাপনার রান্নাঘরেই৷ রাসায়নিকযুক্ত দামী ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করে অাপনি যে সৌন্দর্য পাবেন তা সাময়িক কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া হবে দীর্ঘস্থায়ী৷ তবে চিন্তার কিছু নেই৷ প্রকৃতিতেই লুকিয়ে অাছে অামাদের সকল 17 ও সৌন্দর্য সমস্যার সমাধান৷ অাজ অামি প্রকৃতির সেই অফুরন্ত ভান্ডার থেকে দারুন একটা কৌশল নিয়ে এলাম অাপনাদের জন্য৷

সৌন্দর্য সেটাই যা ত্বকের ভিতর থেকে প্রস্ফুটিত হয়৷ এই ফেসমাস্কটি নিয়মিত ব্যবহারে কেবল অাপনার ত্বকের বলিরেখাই দূর হবে না, কমবে ব্রণের সমস্যা, দূর হবে চোখের নিচের ডার্ক সার্কেল৷ এছাড়া যাদের ত্বক তৈলাক্ত, নিয়মিত ব্যবহারে ত্বকের তেলতেলে ভাবটাও একেবারে দূর হবে অার উজ্জল হবে ত্বকের রংও৷ তাহলে অার দেরি কেন? চলুন শিখে নিই ফেসমাস্কটি তৈরি ও ব্যবহার করার পদ্ধতি৷

প্রয়োজনীয় উপকরণ:

১ চা চামচ হলুদ গুঁড়া (প্যাকেটের হলুদ গুঁড়া ব্যবহার না করে ঘরে হলুদ শুকিয়ে গুঁড়া করে নিন)
১ চা চামচ টকদই (এক্ষেত্রেও ঘরে পাতা টকদই হলে ভাল হয়)
১ চা চামচ খাঁটি মধু

যা করতে হবে:
- প্রথমে হলুদ গুঁড়া ও টকদই ভাল করে মিশিয়ে নিন৷ এবার এতে মধু যোগ করুন৷
-মিশ্রণটি মুখে ও গলায় সমানভাবে মেখে নিন৷ ২০-৩০ মিনিট রেখে উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন৷
-ভাল ফলাফল পেতে সপ্তাহে ৩-৪ বার নিয়মিত ব্যবহার করুন৷
-এই মাস্কটি কখনো অাগে তৈরি করে রাখবেন না৷ যখন ব্যবহার করবেন তখনই তৈরি করবেন৷

হলুদে অাছে 17 অার ত্বকের সুরক্ষায় অসাধারন সব গুণাবলী৷ এই গুণাবলী যখন মধু ও টকদই এর মত অনন্য উপাদানের সাথে মিশে তখন তা অাপনার ত্বকের জন্য দীর্ঘমেয়াদী ফলাফল প্রদাণ করে৷ বলিরেখা তো দূর হবেই, সেই সাথে ত্বকের অন্যান্য অনেক সমস্যা দূর হয়ে ত্বক হয়ে উঠবে 17 উজ্জল৷

ভাল লাগলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন৷

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »