ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাই

ডেস্ক ২৭ জুলাই ২০১৮ ১২:০০ ঘটিকা ১০

স্বাগতম বিডি সংসার এর 21 সেকশনে। আজ আপনাদের জন্য আরও একটি সেলাই এর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমাদের গ্রুপ ও পেজে অনেকেই অনুরোধ করেছেন ব্রা কাটিং বা বম্বে কাটিং ব্লাউজের কাটিং ও সেলাই দেখানোর জন্য। তাদের জন্য আজকের পোস্ট। তাহলে দেরি কেন আসুন দেখে নেওয়া যাক বম্বে কাটিং ব্লাউজ তৈরি করার পদ্ধতি।

ব্লাউজটি আমরা ৩টি ধাপে কাটবো

১) প্রথমে পেছনের পার্ট
২) পরে সামনের পার্ট
৩) সব শেষে হাতা

৩৪ ইঞ্চি বডি ও ১৪ ইঞ্চি লম্বা ব্লাউজের জন্য ব্লাউজ পিস নিয়ে ১০ ইঞ্চি মাপ নিয়ে ভাঁজ করে রাখুন। এবার ১৬ ইঞ্চি মার্ক করে নিন। সেলাই এর জন্য ১৭ ইঞ্চি মার্ক করে দাগ কেটে নিন।

পেছনের গলার জন্য আড়াই ইঞ্চি দাগ কাটুন। গলার জন্য ডিপ নেবেন ৬ ইঞ্চি। গলা ও কাঁধের অংশ কার্ভ করে মিলিয়ে নিন।

৩০ ইঞ্চি বডির জন্য ২০ ইঞ্চি দাগ কেটে নিন। নিচে মাঝ বরাবর মার্ক করে নিন। পেছনের টিকেনের জন্য ৫ ইঞ্চি মার্ক করে নিন। কোমরের জন্য নিচের দিকে ৭ ইঞ্চি দাগ কাটুন। সেলাই এর জন্য ১ ইঞ্চি বাড়িয়ে বড়ির সাথে দাগ কেটে নিন। এবার দাগ অনুযায়ী কেটে নিন।

বাকি অংশ ভালো ভাবে বুঝার জন্য ভিডিওটি দেখে নিন।

ভিডিও কার্টেসি Apurbo Fashion

আপনার জন্য নির্বাচিত »

সেলাই-ফোড়াই থেকে আরও খবর »