ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

চুলের আগা ফাটলে করনীয়

ডেস্ক ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৫

চুল দূর্বল হলে চুলের আগা ফেটে যায় কিছু দিন পর পর। তাই এই ফাটা আগা ছেটে ফেলা ছাড়া আর কোন উপায় থাকে না। চুল বড় করতে চাইলেও হয়ত হয় না। তাই অনেকের ইচ্ছা মতন চুলের স্টাইল করতে পারেন না। আসুন আজ আমরা কথা বলবো এই সমস্যা ও তার সমাধান নিয়ে। 

 

রাতে ঘুমানোর আগে শুধু অলিভ অয়েল লাগাতে পারেন। অথবা সমপরিমাণ অলিভ অয়েল, সরিষার তেল ও নারিকেল তেলের মিশ্রণ তৈরি করে নিন। তারপর পুরো মাথায় ভালো করে লাগান। স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। সকালে উঠে মাইন্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই পদ্ধতি ফলো করুন।

আরেকটি পদ্ধতি হলো এক চা চামচ, আমন্ড ওয়েলের সাথে ১টি ডিমের কুসুম ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। 

৬ থেকে ৮ সপ্তাহ পরপর সামান্য চুলের আগা কেটে ফেলুন। রোদে যাওয়ার সময় মাথায় স্কার্ফ, ওড়না অথবা ছাতা ব্যবহার করা ভালো। খোলা চুলে বাইরে বের হওয়া ঠিক নয়।

চুলে নিয়মিত তেল লাগাতে হবে। চুলে আয়রন কার্লার, জেল, কৃত্রিম রঙ ইত্যাদির ব্যবহার কমিয়ে দিন বাদ দিলে বেশি উপকৃত হবেন।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »