ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১২ দিন আগে

বাড়তি নখ সাদা দেখানোর উপায়

ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২

স্বাগতম বিডি সংসার এ। বিডি সংসার প্রতিদিন নতুন নতুন নানা রকম টিপস নিয়ে হাজির হয়। আজও তেমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। রুপচর্চা ও রান্নাবান্না গ্রুপে কয়েক দিন আগে এক বোন প্রশ্ন করেছেন, নখের বাড়তি অংশ সাদা করা হয়, এটা কিভাবে করে? তার প্রশ্নের কথা মাথায় রেখেই আজকের আয়োজন। আমরা দেখাবো কিভাবে নখের বাড়তি অংশ সাদা করবেন। আসুন তাহলে জেনে নেই। 

আমরা যেমন চোখ, ঠোঁট, এর যত্নের জন্য নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি, তেমন নখের সৌন্দর্যের জন্য বাজারে নেইল হোয়াইটনিং প্রোডাক্ট নামে প্রোডাক্ট পাওয়া যায়। নিয়মিত নেইল পালিশ করার কারনে আমাদের নখ অনেক সময় হলদে হয়ে যায়। তাই নখে নেইল হোয়াইটনার ব্যবহার করার আগে বেশ কিছু কাজ করে নেবেন। আসুন দেখে নেই কি কি করতে হবে।

  • ভালো করে নখ পরিস্কার করে ফেলো। নেইলপালিশ থাকলে গুলে ফেলতে হবে।
  • নখ পরিস্কার করার পর শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। 
  • এবার পেন্সিলের টিপ অল্প করে ভিজিয়ে নিন। এবার নখের বাইরের ধার গুলো রং করে নিন। তার পর পুরো নেলটিপ বা নখের বাড়ানো অংশ রং করে নিতে হবে। 

নিচে কয়েকটি ভালো নেইল প্রোডাক্টের নাম দেওয়া হলো

  • জেম ক্রিস্টাল রিনস্টোনস পিকার পেন্সিল
  • ফ্লোবেরি হোয়াইটেনিং পেন্সিল
  • জেনেরিক পিকিং ক্রিস্টাল পেন্সিল

আসা করি আমাদের পোস্ট আপনাদের ভাল লেগেছে। কোন প্রশ্ন থাকলে এখুনি কমেন্ট করো। 

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »