ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

সহজে রসুনের খোসা ছাড়ানোর উপায়

ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩

স্বাগতম বিডি সংসার এর টিপস সেকশনে। আপনারা জানেন বিডি সংসার এ প্রতিদিন নতুন নতুন সব টিপস শেয়ার করে আসছে। দৈনন্দিন প্রয়োজনে আসে , কাজকে সহজ করে দেয় এমন টিপস নিয়ে হাজির হয়েছি আজ। রসুনের খোসা ছাড়ানো খুব কঠিন কাজ। অনেক সময় ধৈর্য্য ধরে খোসা ছাড়াতে হয়। রান্নার পরিমান বেশি হলে অনেক সময় ব্যয় হয় এই কাজে। অনেকেই রসুনের খোসা ছাড়াতে রসুনের কোয়া থতলে নেন। কিন্তু এর থেকেও অনেক সময় পদ্ধতি রয়েছে। আসুন দেখে নেই কিভাবে সহজ পদ্ধতিতে রসুনের খোসা ছাড়াবেন। মাত্র ৫ মিনিটে আপনি নিজেই পারবেন ১ কেজি পরিমানের রসুনের খোসা ছাড়িয়ে নিতে।

প্রথমে ভালো ও পরিস্কার রসুন বাছাই করে তার কোয়া গুলো ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে পানি গরম করে নিন। কুসুম গরম হয়ে গেলে তার পর এই পানিতে রসুনের কোয়া গুলো দিয়ে দিন। মনে রাখবেন পানি যেন উষ্ণ গরম হয়। বেশি গরম হলে কোয়া সিদ্ধ হয়ে যেতে পারে। এভাবে ৫মিনিট রেখে দিন। ৫মিনিট পর রসুনের কোয়া নুলে গেলে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে খোসা ছাড়িয়ে নিন। ১মিনিট ধরে কচলালে দেখবেন সব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার রসুন এর কোয়া গুলো আলাদা করে নিন। ব্যাস হয়ে গেলো খোশা ছাড়ানো। কি অনেক সহজ তাই না? আরও নতুন নতুন টিপস জানতে এখুনি শেয়ার করুন।

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »