ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ আপডেট ৪ দিন আগে

লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায়

ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা

সুন্দর দেখাতে মানাসই পোশাকের সাথে মানানসই মেকআপ ও জরুরী। আর মেকআপের ভিতর ভালো লিপস্টিক অনেক জরুরী। তবে লিপস্টিক এর ক্ষেত্রে কম বেশি সবাই একটা সমস্যায় ভুগে থাকেন। সেটা হচ্ছে, কোথাও কোন অনুষ্ঠানে গেলে বা বাইরে বের হলে লিপস্টিক বেশিক্ষন স্থায়ী হয় না। আজ এই সমস্যার সমাধান নিয়ে এই পোস্ট। 

১) লিপস্টিক ব্যবহার করার আগে এক্সফলিয়েটর ব্যবহার করুন। ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ময়শ্চারাইজার জাতীয় লিপ বাম ব্যবহার করুন। তার উপর লিপস্টিক ব্যবহার করলে সারাদিন আপনার ঠোঁটে লিপস্টিক থাকবে।

২) ঠোঁটকে আরও সুন্দর করে তোলে লিপস্টিক । সেই লিপস্টিককে স্থায়ী করতে লিপস্টিক লাগানোর আগে রঙ মিলিয়ে লিপ লাইনার ব্যবহার করুন।

৩) লিপস্টিক ব্যবহারের পর লিপ প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।

৪) লিপস্টিক ব্যবহার করার পর ব্লটিং পেপার দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন। তারপর ফের আরেকবার লিপস্টিক ব্যবহার করুন।

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »