ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

রেল সেবা অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকেট কাটবেন যেভাবে

ডেস্ক ০২ মে ২০১৯ ০৬:২১ ঘটিকা ১৩

আপনি কি অ্যাপ এর মাধ্যমে বাংলাদেশ রেলের টিকেট কাটতে চান? হ্যা তাহলে এই রিপোর্টটি আপনার জন্য। এই পোস্ট আমরা আপনাদের জানাবো কিভাবে বাংলাদেশ রেলওয়ে এর মোবাইল অ্যাপ 'রেল সেবা' দিয়ে টিকেট কাটবেন। সম্প্রতি বাংলাদেশ এই অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে। এর নাম ‘Rail Sheba’। আমরা পোস্টের ভিতরে এই অ্যাপ এর লিঙ্ক দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন কিভাবে অ্যাপ দিয়ে ঘরে বসেই টিকেট কাটতে পারবেন।

রেলস্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটা এটা তো একটা পরিচিত দৃশ্য। তবে রেল যাত্রীদের জন্য শুখবর হলো রেল সেবা নামে একটা নতুন অ্যাপ প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে টিকেট কাটতে পারবেন।

গত ২৮ এপ্রিল ২০১৯ তারিখে রাজধানীর কমলাপুর স্টেশনে এই অ্যাপ এর উদ্বোধন হয়।

<< রেল সেবা অ্যাপ ডাউনলোড - এখান থেকে >>

রেল সেবা অ্যাপটির নির্মাতারা জানান প্রাথমিক ভাবে এই অ্যাপটির সাহায্যে এক সাথে ৫০০ যাত্রী ট্রেনের টিকেট কাটতে পারবেন। পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

এই অ্যাপ এর সাহায্যে প্রতি ঘন্টায় ১৫ হাজার টিকেট কাটা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারবেন।

জানা যায় মোট টিকেটের ৫০ শতাংশ পাওয়া যাবে মোবাইল ও অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। এর মধ্যে কিছু মেসেজ কিছু ওয়েবসাইট ও কিছু রেল সেবা দিয়ে পাওয়া যাবে।

তাহলে দেখা যায় ধাপে ধাপে কিভাবে অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকেট কাটবেন।

প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনার ফোনের প্লে অ্যাপ থেকে সার্চ অপশনে গিয়ে 'Rail Sheba' লিখে সার্চ করুন, অথবা এই লিঙ্কে যান। এই অ্যাপ এর সাইজ ১৭ মেগাবাইট। আর ডাউনলোড এই রিপোর্ট লেখা পর্যন্ত 50,000+ ডাউনলোড হয়েছে।

এবার অ্যাপটি অন করুন। সাইন আপ করতে হবে। এখানে মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা, পোস্ট কোড, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিয়ে ‌'সাইন আপ' করুন। আপনার যদি আগেই বাংলাদেশ রেল এর ওয়েবসাইটে একাউন্ট থাকে তাহলে আর সাইনআপ করা থাকে তাহলে লগিন করলেই হবে। নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না।

এবার পার্সেস ট্যাবে ক্লিক করে ফ্রম স্টেশন ট্যাব সিলেক্ট করুন। আপনি যে স্টেশন থেকে ভ্রমন করতে চান সেটা সিলেক্ট করবেন। টু স্টেশন ট্যাবে যে স্টেশনে আপনি যেতে চান সেটা নির্বাচন করবেন। এবার জার্নি ডেট থেকে ভ্রমনের তারিখ নির্বাচন করুন। এখন সার্চ ট্রেন এ ট্যাব করুন।

How to buy bd train Ticket online rail sheba app - Download Rail Sheba Mobile App

rail

Buy Train Ticket Online app (Rail Sheba app)

নতুন উইন্ডোতে আপনার গন্তব্যের সব ট্রেন দেখতে পারবেন। এখান থেকে পছন্দের ট্রেনের আসন, টিকিট সংখ্যা ও সিট নির্বাচন করুন।

দেখে নিন সব কিছু ঠিক ঠাক আছে নাকি। এবার পে নাও ট্যাবে ক্লিক করুন। আপনার পছন্দের পেমেন্ট ম্যাথোড সিলেক্ট করুন। আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড বা বিকাশ দিয়ে ফি পরিশোধ করতে পারবেন।

আপনার ইমেল এ ট্রেনের টিকেট চলে যাবে। এটা প্রিন্ট করে নিন। এই কপি দিয়েই ট্রেনে ভ্রমন করতে পারবেন। চাইলে নির্ধারিত স্টেশন থেকে প্রিন্ট কপি দিয়ে ট্রেনের প্রিন্টেট টিকিটও সংগ্রহ করে ভ্রমণ করতে পারবেন।

মনে রাখবেন একজন যাত্রী অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।

#bangladesh railway app

#bd rail app download

মোবাইল সেবা অ্যাপ এর সুবিধা সমূহ -

  • মোবাইল সেবা অ্যাপ এর মাধ্যমে আপনি নানা রকম সুবিধা পাবেন
  • সকল আন্তজেলা ট্রেন সমূহের টিকেট কেনা যায় এই অ্যাপ দিয়ে
  • কোন যায়গায় ভ্রমন করতে কত টাকা খরচ তা জানা যায়।
  • ট্রেনে সিট আছে কিনা তা জানা যায়।
  • ট্রেনের রাউট, সিডিউল, ব্রেক স্টেশন ও সিডিউল
  • জার্নি হিস্টরি, কোচ ভিউ ও সিট চয়েস অপশন।

কিভাবে রেল সেবা অ্যাপ ডাউনোড করবেন (How To Download Rail Sheba Train Ticket App?)

  • গুগল প্লে স্টোর ওপেন করুন।
  • সার্চ অপশন এ ক্লিক করুন।
  • টাইপ করুন 'Rail Sheba' 
  • ডাউনলোড বাটনে ক্লিক করুন
  • ডাউনলোড হলে ওপেন করুন। এবং পরবর্তী নির্দেশনা ফলো করুন। 

কি কি উপায়ে রেল সেবা অ্যাপ এ পেমেন্ট করা যায় / রেল সেবা অ্যাপ কি কি পেমেন্ট ম্যাথড ব্যবহার করে

  • ভিসা কার্ড
  • মাস্টারকার্ড
  • ডিবিবিএল নেক্সাস কার্ড
  • মোবাইল ব্যাংকিং (রকেট, বিকাশ ইত্যাদি)
  • সিটি ব্যাংক এমেক্স কার্ড 

বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পদ্ধতি

  • প্রথমে E-Ticketing ওয়েবসাইটে ব্রাউজ করুন।
  • এবার ফর্মের সব গুলো ঘর ভালো করে পুরন করুন এবং ক্লিক করুন Register বাটনে। 
  • সব ইনফরমেশন গুলো সঠিক হলে রেজিস্ট্রেশন সাকসেসফুল দিয়ে একটি নতুন পেজ আসবে। 
  • কিছু সময়ের ভিতরে আপনার মেইলে ই টিকেটিং থেকে একটি মেইল যাবে। 
  • মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটায় ক্লিক করে আপনার ইমেইলটি ভেরিফাই করে নিন। 
  • ব্যাস আপনার একাউন্ট একদম রেডি। 

পরিশেষে বলতে চাই সামনেই ঈদ। তাই এই ইটিকেটিং সিস্টেম আপনার আমার সকলের টিকেট কাটার ধকল অনেকটাই কমিয়ে দেবে। তাই পোস্টটি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিন। ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে। 

#Train Ticket Buy From Online or Mobile SMS 

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »