ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

সীমা রেখায় গোয়ান্দা গিন্নী

ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬৩

মনে উঠেছে জনপ্রিয় বাংলা সিরিয়াল সীমারেখা! টিআরপি তেও দেখা যাচ্ছে তার প্রতিফলন। প্রথম পাঁচে অবস্থান করছে জি বাংলার এই সিরিয়াল। ইন্দ্রানী হালদারের ডাবল ক্যারেক্টার অনেক আগেই মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এর মধ্যে সিরিয়াল মোড় নিয়েছে এক দারুন পর্যায়ে।

বিন্দী খুনের অভিযোগে জেলে। নির্দোষ প্রমান করতে আর কোন উপায় নেই বাড়ির ছোট বউ রেখার। তাই বুদ্ধি করে বিন্দীর স্বামী জিত-এর সাথে ছদ্দবেশ ধরে উপস্থিত হয়েছে খুনের ঘটনাস্থলে। জিত আর রেখা সেজেছে মা ছেলের বেশে। রহস্য উন্মোচন করতে দৃঢ় পরিকর এই দুজন। এ যেন ইন্দ্রানীর গোয়েন্দা গিন্নির মত টান টান উত্তেজনা। যেখানে প্রাইভেট ডিটেক্টিভ এর ভূমিকায় অভিনয় করতেন ইন্দ্রানী।

সেই রকম গোয়েন্দার ভূমিকায় দেখা যাচ্ছে রেখাকে। এখন দেখা যাক রেখা বিন্দীকে নির্দোষ প্রমান করতে পারে কিনা।

 

 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »