ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

চোখের নিচের কালো দাগ দূর করবে এলোভেরা জেল

ডেস্ক ১৮ মে ২০১৮ ১২:০০ ঘটিকা

কাজের চাপ, ঘুম কম সহ নানা কারনে আমাদের চোখের নিচে কালি পড়ে। একে ডার্ক সার্কেল বলা হয়। কাজের চাপ ও চিন্তা তো আর দূর করা সম্ভব হয়। তবে চাইলেই আপনি মুক্তি পেতে পারেন ডার্ক সার্কেল থেকে। এলোভেরা জেল ডার্ক সার্কেল দূর করতে খুব ভালো কাজ করে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে দূর করবেন ডার্ক সার্কেল।

ডার্ক সার্কেল দূর করার উপায় -

কিছুটা পরিস্কার তুলায় পাতলা করে জ্বলে ভিজিয়ে চেপে নিন। এর পর এটা সামান্য এলোভেরা জেল নিয়ে চোখ বন্ধ করে চোখের ওপরে লাগিয়ে রাখুন। খেয়াল আপনার চোখের পুরো ডার্ক সার্কেল এরিয়া যেন তুলো দিয়ে ঢেকে যায়। এভাবে ১৫ মিনিট থাকতে হবে। ১৫ মিনিট পর তুলো ফেলে দিন। এবং এলোভেরা জেল দিয়ে ভালো করে এই এরিয়া ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে ১-২ সপ্তাহ নিয়মিত ব্যবহারের ফলে দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ একদম নেই।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »