ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১২ দিন আগে

ব্রণ ঢাকতে যেভাবে মেকআপ করবেন, দেখুন স্পেশাল টিপস

ডেস্ক ২৩ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩

ব্রণ নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। বিশেষ করে তরুনীদের মুখে ব্রণের সমস্যা লেগেই থাকে, এতে করে মুখের সুন্দর্য নষ্ট হয়। অনেক সময় মেকআপ করলেও ঠিক ভাবে মেশে না। তাই এই সব সমস্যার সমাধান নিয়ে আজ হাজির হয়েছি। আসুন জেনে নেই মুখের ব্রণ ঢাকতে কিভাবে মেকআপ করবেন।

মেকআপ করার আগে ভালো ভাবে মুখ ধুয়ে নেবেন। প্রয়োজন হলে ভালো ফেসওয়াস করতে পারেন। এবার মুখে জেল বা ওয়াটার বেজড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এবার প্রাইমার হাতের আঙ্গুলে নিয়ে সারা মুখে ভালো ভাবে লাগিয়ে নিন। এটি ভালো ভাবে করলে মেকআপে স্মুথ ইফেক্ট পাওয়া যাবে। এবার মুখের ব্রণ ঢাকার জন্য কনসিলার লাগাতে হবে। ব্রাশ দিয়ে ভালো ভাবে আলতো হাতে ঘষুন। মনে রাখবেন হাত দিয়ে কনসিলার লাগানো ঠিক নয়। তাই ব্রাশ দিয়েই কনসিলার লাগবেন, না হলে ভালো ভাবে মিশবে না।

কনসিলার দেওয়ার পর টিস্যু দিয়ে সারা মুখে চেপে নিন। এতে বাড়তি মেকআপ শুষে নেবে। সব সময় ন্যাচারাল মেক করা উচিৎ। এবার স্ট্রিপিং ব্রাশ দিয়ে লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে নিন। আর একটি বিষয়, ব্রাশের স্ট্রোক সব সময় এক দিকে টানবেন। উল্টা পাল্টা স্ট্রোক টানলে কন্সিলার উঠে আস্তে পারে। স্ট্রোক টেনে কিছু সময় অপেক্ষা করতে হয়। মেকআপ স্কিনে বসতে ও মিশতে সময় দিতে হয়।

সব শেষে কম্প্যাক্ট বা ট্রান্সলুসেন্ট পাউডার লাগান মুখে। অনেক সময় মেকআপ ধরে রাখার জন্য ফিনিশিং স্প্রে করুন। আপনার মুখের ব্রণের দাগ কি বুঝা যাচ্ছে? যাচ্ছে না তো!

ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন পোস্ট, কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »