ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

গিন্নীদের প্রয়োজনীয় টিপস

ডেস্ক ২৪ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১২

ঘরের কাজে সব সময় ব্যস্ত থাকতে হয় হোমমেকার দের। তবে প্রতিদিনের চলার পথে নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়। তবে মাথা খাটালেই এই সব সমস্যার সমাধান পাওয়া যায়। আসুন তেমন জরুরী কিছু সমস্যার সমাধান জেনে নেওয়া যাক।

অনেক দিন ধরে ঘন বন্ধ থাকলে ঘরে ভ্যাপসা গন্ধ আসে, এই গন্ধ দূর করতে ২-৩টি ম্যাচের কাঠি জালিয়ে দিন। ২-৩ মিনিটের মধ্যে এই গন্ধ চলে যাবে।

পোড়া মাটির জিনিষ পত্র পরিস্কার রাখতে হলে এর উপর পানি কালারের নেইল পলিশ লাগিয়ে দিন। রং অক্ষত থাকবে। আর নোংরা থাকবে না।

চশমার কাচ অপরিস্কার হয়ে গিয়েছে? এক ফোটা ভিনেগার দিয়ে গ্লাস পরিস্কার করুন, দেখবেন একদম চকচকে হয়ে গিয়েছে।

কাঠের আসবাব পত্রে ঠান্ডা লাল চা দিয়ে পালিশ করুন, চকচকে হয়ে উঠবে।

ফ্রিজের গায়ে দাগ পড়েছে? টুথপেস্ট দিয়ে ঘষুন, দেখবেন দাগ উধাও হয়ে গিয়েছে।

জানালার কাচ অপরিস্কার হয়ে গিয়েছে? মিহি চক গুড় ও জল আর কেরোসিন দিয়ে কিছু সময় মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন। দেখবেন একদম চকচকে জানালার কাচ পেয়ে গেছেন।

টাইলস লাল হয়ে গিয়েছে? ডিটারজেন্টের সাথে লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ দিয়ে টাইলস ঘষে দেখুন। একদম ঝকঝকে হয়ে যাবে।

চামড়ার ব্যাগের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যাগে পাতি লেবুর রস মাখিয়ে রাখুন, দেখবেন চক চক করছে...

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »