ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

মুখের সৌন্দর্য ধরে রাখতে বাড়িতেই করুন স্পা

ডেস্ক ২৬ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১১

মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের যত্ন নেওয়া প্রয়োজন। মুখের সৌন্দর্য ঠিক রাখতে পারলে বয়সও যেন থমকে থাকে। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় মুখের ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আজ আপনাদের দেখাবো মুখের সৌন্দর্য বজায় রাখতে বাড়িতেই ফেসিলায় স্পা করার সহজ ও কার্যকরী টিপস।

• স্ক্রাবিংয়ের জন্য:
স্ক্রাবিং এর জন্য পাতি লেবুর রসের সাথে লাল চিনি মিশিয়ে পাঁচ মিনিট মুখে স্ক্রাব করুন। তার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

• মাস্কের জন্য:
ফেসিয়াল মাস্কের জন্য আধা কাপ কোকো পাউডারের সাথে ২ চা চামচ টক দই ও দুই চামচ মধু মিশিয়ে নিন। এবার এতে ৩ চামচ ওটমিল পাউডার দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১০-১৪ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

• ময়েশ্চারাইজিংয়ের জন্য:
ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য ত্বক ময়শ্চারাইজ করা অত্যন্ত জরুরী। প্রথমে এক টুকরো আপেল বেটে তাতে মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ৫ মিনিট পর অপেক্ষা করুন।

সপ্তাহে ১ দিন এই ফেসিয়াল করলে আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »