ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ আপডেট ৪ দিন আগে

চালে পোকা ধরলে কি করবেন?

ডেস্ক ২১ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা

বাড়িতে বস্তা ভর্তি চান, ছোট পরিবার হলে অল্প সময়ে চাল শেষ করা যায় না। তাই অনেক দিন বস্তা ভর্তি হয়ে থাকে। কিন্তু এই অবস্থায় চাল রাখলে অনেক সময় চালের পোকা চাল খেয়ে প্রায় শেষ করে দেয়। সেই চালে ভাতও পর্যন্ত হয় না। হয়ে ওঠে ব্যবহারের অযোগ্য। এই দূর্মূল্যের বাজারে এটি একেবারেই কাম্য নয়। তাই চালে যাতে পোকা ধরে তাহলে কিছু টিপস দিতে পারে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি। আসুন দেখে নেই। 

  • চালের পরিমান অনেক বেশি হলে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন, তাহলে চাল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
  • চেস্টা করবেন চাল এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখতে, এতে পোকা ধরার ভয় থাকে না। 
  • চালের ডিব্বার ভিতরে তেজপাতা ভরে রাখলে পোকার আক্রমন হয় না। আবার পোকা থাকলেও পালাবেন
  • চালের কৌটা নতুন চাল ভরার আগে পরিস্কার করুন, তাহলে চাল ভালো থাকবে। 
  • চালের কৌটা যেখানে রেখেছেন তার আশেপাশে কিটনাশক স্প্রে করে রাখুন, তাহলে চালে পোকা ধরার ভয় থাকে না।
  • চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪-৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে।
  • অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে, কৌটোশুদ্ধ রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে।

আসা করি আমাদের টিপস আপনাদের ভালো লেগেছে, আরও নতুন নতুন সুন্দর টিপস পেতে এখুনি শেয়ার করুন। ধন্যবাদ। 

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »