ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১২ দিন আগে

করলা বা উচ্ছে তিতা লাগে? দেখুন তিতা কমানোর উপায়

ডেস্ক ২৮ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ২০

করলা তেঁতো লাগে? অনেকে তেঁতোটাই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তাহলে এই তেঁতো দূর করায় উপায় কি? দেখে নিন টিপসটি। করলা লস্বালম্বি মাঝ বরারবর কাটুন। চা চামচ দিয়ে আঁচরে বিচি বের করে ফেলুন। সুন্দর পাতলা স্লাইস করে নিন ভাজির জন্য। কোনো পানি দেবেন না আগেই। সামান্য লবণ দিয়ে মেখে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর হাত দিয়ে কচলান। সবুজ তেঁতো পানি বের হবে। এই পানি ফেলে দিন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুঁয়ে চিপে সাথে সাথে রান্না করুন। বুঝতেই পারবেন না, করলা খাচ্ছেন নাকি অন্য কিছু খাচ্ছেন।

বি:দ্র: করলা কেটে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখলে প্রচন্ড তেঁতো হয়। ধোঁয়ার সাথে সাথেই রান্না করে ফেলতে হবে।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »