ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ আপডেট ১৩ দিন আগে

চুল পড়া বন্ধ করে পেঁয়াজের রস

ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৫

পেঁয়াজের রস চুল পড়া রোধ করতে বিশেষ কার্যকর। তবে পেঁয়াজের রস মাথায় দিতে অবলম্বন করতে হয় কিছু বিশেষ পদ্ধতি। সেই পদ্ধতির কথাই জানিয়েছে বোল্ড স্কাই নামের ওয়েবসাইট। চাইলে আপনিও জাচাই করতে পারেন পরামর্শগুলো। আসুন জেনে নেই কিভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস। 

প্রথমে পেঁয়াজ কেতে ব্লেন্ড করে নিন। এবার সেই রস মাথার ত্বকে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে মাইন্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। পেঁয়াজের রসের সাথে সামান্য গরম পানি ব্যবহার করতে পারেন। গোসলের প রি পানি দিয়ে মাথা ভালো করে ধুয়ে নিন। একদিন পর শ্যাম্পু করে ফেলুন। এতে পেঁয়াজের গন্ধ আসলেও চুলের জন্য উপকারী হবে। 

 

পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।  দুই চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক মাথায় লাগান। পেঁয়াজ বেটে এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগান। দুই ঘণ্টা অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »