ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১১ দিন আগে

ফেসবুকের নতুন ফিচার, আপনার জন্য খুজে দেবে মনের মানুষ

ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে নম্বর ১ এ অনেক আগেই নাম লিখিয়েছে ফেসবুক। সময় সময় এতে যুক্ত হয়েছে নতুন নতুন সংযোজন। এবার ফেসবুক আপনার মনের মানুষ খুজে দিতে কাজ করবে। যারা এখনো সিঙ্গেল আছেন, মনের মানুষ খুজছেন তাদের জন্য এটা হতে পারে দারুন খবর। 

এরই মধ্যে কলম্বিয়ায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে তাদের নতুন ডেটিং অ্যাপ ফেসবুক ডেটিং। গত বছর ফেসবুকের এফ৮ কনফারেন্সেই এই অ্যাপ এর ঘোষনা দিয়েছিলো ফেসবুক। ১৮ বছরের উর্ধে যারা তারাই ব্যবহার করতে পারবেন এই সেবা। এটি একটি মোবাইল সেবা। ডেস্কটপ থেকে এই সেবা আপনি পাবেন না। এটি সকলেই ফ্রি ব্যবহার করতে পারবেন। আর এটি ফেসবুকের মূল অ্যাপ এর সাথেই সংযোজন করা হবে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এর বরাতে এক সাক্ষাৎকারে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প বলেন, ‘ডেটিং এমন একটি আচরণ, যা আমরা ফেসবুকে অনেকদিন ধরে দেখেছি। আর তাই আমরা এর আরও সহজ ও সুবিধাজনক উপায় বের করেছি।’

শুরুতে এই অ্যাপ ১৮ বছরের বেশি বয়সীরা ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপ এ কোন বিজ্ঞাপন দেখানো হবে না। এবং এতে কোন প্রিমিয়াম ফিচার থাকবে না। 

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »