ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ আপডেট ৩ দিন আগে

কোন মিক্সার ব্লেন্ডার ভালো? দাম কত?

ডেস্ক ২৭ জুন ২০২১ ০২:০৭ ঘটিকা ২৯

স্বাগতম বিডি সংসার এর রিভিউ সেকশনে। এর আগে আমরা রাইস কুকার, গ্যাসের চুলা সহ নানা রকম প্রয়োজনীয় জিনিষের দাম ও রিভিয় প্রকাশ করেছি। আজও একটি রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো ব্লেন্ডার এর রিভিউ। 

ব্রান্ড ও আকার অনুযায়ী বাজারে নানা দাম ও নানা রকম ব্লেন্ডার বাজারে রয়েছে। নিচে কয়েকটি দাম ও ব্যান্ড এর উল্লেখ করলাম। 

ব্রান্ডের জুসারের দাম - ২,০০০ থেকে ১০,০০০ টাকা

নন ব্রান্ড জুসার - ১,৫০০ - ৪,০০০ টাকা

ব্যান্ডের জুসার এর দাম - ১,৫০০ থেকে ৯,০০০ টাকা

নন ব্রান্ড এর ব্লেন্ডারের দাম - ৯৫০ টাকা থেকে শুরু। 

বাজারে বিভিন্ন ব্রান্ডের জুসার ও ব্লেন্ডার পাওয়া যায়, দেখে নিন কয়েকটার নাম

  • ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড,
  • সিঙ্গার,
  • ফিলিপস,
  • ওয়ালটন,
  • মিনিস্টারের বিভিন্ন শো রুমে পাবেন।
  • নোভা,
  • মিয়াকো,
  • উসান,
  • নোয়া ইত্যাদি

এছাড়াও নানা ব্র্যান্ড ও চাইনিজ নন ব্র্যান্ড জুসার ও ব্লেন্ডার পাওয়া যায়। 

বাজারে নানা রকম ব্লেন্ডার ও মিক্সার পাওয়া যায়। তবে আপনাকে বুঝতে হবে আপনার কি প্রয়োজন। কয়েক রকম হয় নিচে দেখে নিন। 

  • জুসার,
  • ব্লেন্ডার,
  • চপার,
  • ফুড প্রসেসর

<< << অনলাইনে সুলভ মূল্যে মিক্সার ব্লেন্ডার / গ্রাইন্ডার কিনতে ক্লিক করুন >> >>

আপনার বাসার মিক্সার গ্রিন্ডার( Mixer Grinder) কেনার জন্য আপনি কত টাকা আলাদা করেছেন? আপনি কোন মডেল এর গ্রিন্ডার পছন্দ করবেন তার উপরে দাম নির্ভর করছে। তবে সব রকমের বাজেটের জন্যই এই রান্নাঘরের যন্ত্রগুলি আছে।

ব্রান্ড - দেশীয় ও বিদেশীয় সব ধরণের কোম্পানি যারা এইসব ছোট যন্ত্রগুলি প্রস্তুত করে তারা বিভিন্ন দামে ও বিভিন্ন কার্যকরীতার মডেল এর পণ্য বাজারে এনেছে। তবে সব চেয়ে বেশী বিক্রি হওয়া ব্র্যান্ড গুলি হল মরফি রিচারড, Walton ,ফিলিপস, বাটারফ্লাই, Siemens,Kenwood,পানাসোনিক, Sebec(সেবেক), এবং Miyako Blender (মিয়াকো মিক্সার) ।

 

জারের সংখ্যা

অধিকাংশ মিক্সার বা ফুড প্রসেসরের দুটি বা তার বেশী জার থাকে এর কার্যকরীতা আর মডেল এর উপর নির্ভর করে।

পালস সুবিধা

মিক্সার গ্রিন্ডারের পালস সুবিধা খাবার গুড়ো করার জন্য সুবিধাজনক।জে এম জি খাবারকে একটু বেশী মিহি করে ফেলে তবে টমেটো বা সিদ্ধ ডিম এর জন্য ভাল ।

তালাবদ্ধ করার সুবিধা

এসব যন্ত্রে সেফটি লক সুবিধা থাকে । যতক্ষণ পর্যন্ত না লিড ঠিকভাবে আটকানো হয় ততক্ষন এটি কাজ করা শুরু করে না।

সুইচের প্রকারভেদ

এসব যন্ত্রে দুই ধরণের সুইচ থাকে। রোটারি বা গোল ধরণের বা পিয়ানোর ধরণের। যেএমজি তে রয়েছে পিয়ান টাইপের আন্তর্জাতিক মানের গ্রিন্ডারের মতো। রোটারি টাইপের গুলির নব ডায়াল ধরণের।

ওয়ারেন্টি

প্রায় সব প্রস্তুতকারকেরাই রান্নাঘরের এসভ ছোট যন্ত্রের ওয়ারেন্টি দিয়ে থাকে। ব্র্যান্ড অনুযায়ী এগলি ভিন্ন হয়। তবে কেনার আগে এর ওয়ারেন্টির সব শর্ত ভাল ভাবে পড়ে নেয়া উচিৎ।

সার্ভিস ও রক্ষনাবেক্ষন

যেহেতু মিক্সার গ্রিন্ডার এ ওয়ারেন্টি থাকে তাই এর ডিলার এ সব ধরণের সার্ভিস দিয়ে থাকেন। ওয়ারেন্টই শেষ হওয়ার পর আপনাকে স্থানীয় ডিলার বা সার্ভিস সেন্টার এ গিয়ে সার্ভিসিং করাতে হবে।

<< << অনলাইনে সুলভ মূল্যে মিক্সার ব্লেন্ডার / গ্রাইন্ডার কিনতে ক্লিক করুন >> >>

আপনার জন্য নির্বাচিত »

রিভিউ থেকে আরও খবর »