ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ আপডেট ৬ দিন আগে

ডিমের কাশ্মীরি কোরমা

ডেস্ক ০৪ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা

স্বাগতম বিডি সংসার এ। বিডি সংসার নানা রকম রেসিপি শেয়ার করে আসছে। আজও ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিমের কোরমা তো কম বেশি সবাই রান্না করতে পারেন। তবে কাশ্মীরি 

উপকরণঃ হাসের ডিম ৬টি, হলুদ গুঁড়া ১চা চামচ, মরিচর গুঁড়া ১চা চামচ, টক দই ১/৪কাপ, মিষ্টি দই ৩টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২কাপ, পেঁয়াজ বাটা ২টেবিল চামচ, আদা বাটা ২চা চামচ, রসুন বাটা ১চা চামচ, বাদাম বাটা ১টেবিল চামচ, কিসমিস বাটা ১টেবিল চামচ, পোস্ত বাটা ১চা চামচ, গরম মশলা গুঁড়া ১চা চামচ, দুধ ১কাপ, লেবুর রস ১টেবিল চামচ, এলাচ ৩টি, তেজপাতা ২টি, দারচিনি ১টুকরা, কাশ্মীরি মরিচর গুড়া ১চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/৪কাপ, মাওয়া ৩টেবিল চামচ, কাঁচা মরিচ ৫/৬টি, চিনি ১/২চা চামচ, কেওড়া জল ১চা চামচ, জাফরান ১চিমটি, তেল ১/৪কাপ, ঘি ১/৪কাপ ও লবণ স্বাদমত।

প্রনালীঃ ডিম সিদ্ধ করে নিন। তারপর ডিমের গায়ে ছুরি দিয়ে চিরে দিন। এবার এতে হলুদ গুড়া, মরিচ গুড়া, লবন দিয়ে তেলে ভেজে তুলে রাখুন। অল্প দুধে জাফরাম ও কেওড়া জল মিশিয়ে রাখতে হবে। পরবর্তিতে এটা কাজে লাগবে। 
 
এবার একটি বাটিতে টক দই ও মিষ্টি দই নিয়ে নিন। এবার এটা সামান্য ময়দা দিয়ে একে একে বাদাম বাটা, পোস্ত বাটা, কাশ্মীরি মরিচ গুড়া, মরিচ গুড়া, গরম মশলা গুড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কিসমিস ও জল দিয়ে মিশিয়ে রাখুন। দুধের মধ্যে লেবুর রস দিয়ে মিশিয়ে ইন। কড়াইএ তেল গরম করে দিন। এবার সকম মশলা দিয়ে কষিয়ে নিন। তারপর ডিম দিয়ে কষিয়ে দিন। দুধ দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। 

পেঁয়াজ বেরেস্তা, চিনি, কাচামরিচ দিয়ে আরো ৫মিনিট ঢেকে রাখুন। এবার জাফরান ও মাওয়া দিয়ে নেড়ে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »