ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১১ দিন আগে

মুচমুচে পেয়াজু রেসিপি

ডেস্ক ০৫ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১২

পেঁয়াজু তৈরি করতে যা যা লাগবে - মসুড় ডাল ১/৩ কাপ, খেসাড়ির ডাল ১/৩ কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, ধনিয়া গুড়া হাফ চামচ, জিরা গুড়া হাফ চামচ, মরিচ গুড়া হাফ চামচ, হলুদ গুড়া হাফ চামচ, লবন পরিমান মতো, কাঁচা মরিচ পরিমান মতো, তেল পরিমাণমতো।

মুচমুচে পেঁয়াজু তৈরি করার প্রনালী

প্রথমে ডাল গুলো ৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজানো ডাল ভালো ভাবে পাটায় বা ব্লেন্ডারে বেটে নিন। মনে রাখবেন বেশি মিহি হবে না। আধভাঙ্গা মতন হবে আরকি। এবার পেঁয়াজ, আদা, জিরা, রসুন, কাঁচা মরিচ, হলুদ, লবন ও ধনিয়া পাতা দিয়ে ভালো ভাবে মেশান। চুলায় একটি পাত্রে তেল গরম করে নিন। মনে রাখবেন তেল ভালো ভাবে গরম করেই তারপর পেঁয়াজু ছাড়তে হবে। তেল গরম হয়ে গিয়ে থাকলে চ্যাপ্টা করে পেঁয়াজুর আকার দিয়ে দিন।

টিপস - পেঁয়াজুর আকার পাতলা রাখুন, কারণ পুরু হয়ে গেলে পেঁয়াজু মুচমুচে হবে না। ভেতরে নরম থেকে যাবে।

একে একে সব পেঁয়াজু ছেড়ে দিন। মাঝে মাঝে উল্টিয়ে দিন। সোনালি হয়ে এলে তুলে কিচেন টিস্যুতে রেখে তেল শুষে নিন। গরম গরম সস বা মুড়ির সাথে পরিবেশন করুন।

আপনার জন্য নির্বাচিত »

রান্না-রেসিপি থেকে আরও খবর »