ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

বগলের দাগ দূর করতে ঘরোয়া স্ক্রাব

ডেস্ক ০৯ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১১

অনেকের আন্ডার আর্মে কালো কালো ছোপ দেখা দেয়, এটা যেমন সৌন্দর্যহানির কারন ঠিক তেমন এটা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে সহজেই বগলের কালো দাগ থেকে পেতে পারেন মুক্তি। জনপ্রিয় ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে বগলের দাগ দূর করার ঘরোয়া স্ক্রাবারের কথা। 

বেকিং সোডা ও গোলাপজল - 

এই পদ্ধতিতে দাগ দূর করতে যা যা লাগবে তা হলো 

  • এক টেবিল চামচ বেকিং সোডা
  • এক টেবিল চামচ গোলাপজল

প্রণালি - প্রথমে উপাদান গুলো এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবারেই পেস্ট বগলে মাখিয়ে রাখুন। ধীরে ধীরে চক্রাকার ঘষতে হবে। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এই প্যাক সপ্তাহে ২ বার ব্যবহার করবেন। 

 

হলুদের স্ক্রাব - 

বগলের কালো দাগ দূর করতে হলুদের এই প্যাক বিশেষ কার্যকর হতে পারে। আসুন দেখে নেই এই স্ক্রাব তৈরি করতে যা যা লাগবে। 

  • এক টেবিল চামচ হলুদ গুঁড়া
  • এক টেবিল চামচ দুধ
  • এক টেবিল চামচ মধু

প্রণালি - সকল উপাদান এক সাথে মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন। এবার এই মিশ্রন বগলে মেখে চক্রাকারে স্ক্রাব করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক বারবার ব্যবহারে দেখবেন আপনার আন্ডার আর্মের ডার্ক স্পট একদম কমে গিয়েছে। 

আপনার জন্য নির্বাচিত »

স্বাস্থ্য থেকে আরও খবর »