ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ আপডেট ১২ দিন আগে

বাড়িতে বসে কিভাবে কাচিতে ধার দেবেন

ডেস্ক ১৮ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ৩২

আমরা সাধারনত যারা সেলাই এর কাজ করে থাকি, তারা অনেক সময় এই সমস্যায় পড়ে থাকি। দেখা যায় কিছুদিন কাজ না করার ফলে কাচির মধ্যে জং পড়ে। এর ফলে কাচি দিয়ে ভালোভাবে কাপড় কাঁটা যায় না। অনেক সময় ১ মাস কাজ না করলেই এই সমস্যার সম্মুখিন হতে হয়। বাড়িতে কাচি ধার দিতে যা যা লাগবে তা হলো, পানি ও সিরিস কাগজ। যেকোন হার্ডওয়্যারের দোকানেই আপনি চাইলে সিরিস কাগজ পেয়ে যাবেন। 

সিরিস কাগজ ভাগ করে ৪ভাগে কেটে নিন। একটা কাগজ দিয়ে ২০-৩০ বার সান দেওয়া যায়। তবে সিরিস কাগজ কেনার সময় মনে রাখবেন সিরিস কাগজ যেন অবশ্যই ওয়াটার প্রুফ হয়। একটি স্কেল নিয়ে তাতে সিরিস কাগজ পেচিয়ে নিন। তার পর সামান্য সময়ের জন্য সিরিস কাগজ পানিতে পেচিয়ে রাখুন। এবার কাচির কোনার অংশটুকু ঘষতে থাকুন। সময় নিয়ে বার বার ঘসতে থাকুন। যত সময় একদম চকচকে না হয়। ছবিতে দেখে নিন। শুধু মাত্র কোনা মত অংশে ধার দেবেন না হলে হাত কেটে যেতে পারে। 

ক্রেডিট - সেলাইঘর
ছবি ক্রেডিট - সেলাইঘর

কিছু সময় পর পর পানিতে ভিজিয়ে নেবেন। সান দেওয়া শেষ হলে সেলাই মেশিনের তেল একটি কাপড়ে নিয়ে কাচিতে দিয়ে দিন। তাহলে আর সহজে জং ধরবেনা। এবার কেটে দেখুন, কত সহজে কাপড় কেটে যাচ্ছে। এবং প্রচুর ধার হয়েছে। 

আপনার জন্য নির্বাচিত »

সেলাই-ফোড়াই থেকে আরও খবর »