ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ আপডেট ৭ দিন আগে

গোল্ড ফেসিয়াল করলে কি হয়?

ডেস্ক ২৪ নভেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা

ত্বকের নানা রকম সমস্যার কারণে নানা রকম ফেসিয়াল করা হয়ে থাকে, যেমন - গোল্ড ফেসিয়াল, পার্ল ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ট্রিটমেন্ট ফেসিয়াল। রুপচর্চা ও রান্নাবান্না গ্রুপে অনেকেই গোল্ড ফেসিয়াল নিয়ে প্রশ্ন করেছেন। আজ তাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।  

ত্বক এর কালো ভাব দূর করতে ও ত্বক উজ্জ্বল দেখাতে গোল্ড ফেসিয়াল করা হয়ে থাকে। গোল্ড ফেসিয়াল করলে ত্বকের কালো ভাব দূর হয় ও উজ্জ্বল দেখা যায়। তবে সব ধরনের ত্বকে এই ফেসিয়াল করা যায় না। যাদের ত্বক অনেক সেনসেটিভ তারা এই ফেসিয়াল করতে পারবেন না। তা ছাড়া সকল বয়সীরা এই ফেসিয়াল করতে পারেন। বিশেষ করে বিয়ের কনের জন্য এই ফেসিয়াল খুভ ভালো, এতে ত্বকে একটি সুন্দর সোনালী আভা এনে দেয়। 

গোল্ড ফেসিয়াল করা কিট কোথায় পাওয়া যায়?

- বাজারে নানা রকম গোল্ড ফেসিয়াল এর কিট পাওয়া যায়। এগুলোর দাম অনান্য কসমেটিক্স এর থেকে একটু বেশি হয়ে থাকে। গোল্ড ফেসিয়াল ক্রিম এর কথা বললেই দোকানী আপনাকে এই ক্রিম দেবে। 

গোল্ড ফেসিয়াল কিট এর দাম কত?

- ৩০০ টাকা থেকে ১০০০ টাকা বিভিন্ন দামে গোল্ড ফেসিয়াল কিট পাবেন। রকম ভেদে এর দাম হেরফের করবে। 

গোল্ড ফেসিয়াল করার উপকারিতা কি? 

- ত্বক এর কালো ভাব দূর করতে ও ত্বক উজ্জ্বল দেখাতে গোল্ড ফেসিয়াল করা হয়ে থাকে।

 

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »