ঘরকন্যা

বাথরুমের টাইলস ঝকঝকে পরিস্কার করার পদ্ধতি

বাথরুমের টাইলস খুব দ্রুত অপরিস্কার হয়ে থাকে। এক সপ্তাহ টাইলস পরিস্কার না করলে টাইলস নোংরা হয়ে যায়। তবে টাইলস চাইলেই ও সঠিকভাবে পরিস্কার করলে টাইলসের দাগ দূর করা সম্ভব। আসুন দেখে নিন কিভাবে দ্রুত টাইলসের দাগ দূর করবেন।

১) বাথ্রুমের টাইলস শুইয়ে ফেলুন। বাথ্রুম পরিস্কারের আগেই একটি শুকনো কাপড় দিয়ে টাইলস ভালো ভাবে ঘষে মুছতে হবে। এমন ভাবে মুছতে হবে যেন কোন পানি না থাকে এবং সম্পর্ন বাথরুম শুকিয়ে যায়। এতে করে পরিস্কার করার সময় সহজ হবে।

২) ভালো মানের টাইলস ক্লিনার ব্যবহার করুন। সম্পূর্ন বাথরুমের টাইলসে ক্লিনার ছিটিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তবে ক্লিনার দিয়ে বেশি সময় না রাখাই ভালো

৩) পরিস্কার করার জন্য সব সময় শক্ত ব্রাশ ব্যবহার করুন। আর কোনা গুলো পরিস্কার করার জন্য পুরাতন ব্রাশের ব্যবহার করুন।

৪) ভালোভাবে ঘসার পরে প্রচুর পরিমানে পানি ঢালুন।

৫) ভিনেগার ভালো পরিস্কারকের কাজ করে। সমপরিমাণ ভিনেগার ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করে স্প্রে করুন। এবার এভবে ১০-১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঘষে তুলে ফেলুন।

৬) একটি কাপড়ে বেকিং সোডা লাগিয়ে টাইলসের ময়লা যায়গায় ঘসতে পারেন। কিছু সময় ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।