ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ আপডেট ৮ মাস আগে

জনপ্রিয়

মেহেদীর রং গাঢ় হয় না! দেখুন সমাধান

ডেস্ক ২০ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৭

সামনে ঈদ, অনেকেই ঈদ উপলক্ষে মেহেদী দিয়ে থাকেন। মেহেদী না লাগালে যেন উৎসব উৎসব মনেই হয় না। তবে অনেকেই মেহেদী লাগালেও গাঢ় হয় না বলে অভিযোগ করে থাকেন। তাদের জন্য বিডি সংসারের আজকের আয়োজন। আসুন দেখা যাক কিভাবে মেহেদীর রং গাঢ় করবেন। 

মেহেদীর রং গাঢ় করার অনেক গুলো পদ্ধতি আছে। সেগুলো থেকে কার্যকর কিছু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করমাল। 

১। মেহেদি হাতে দেয়ায় কিছুক্ষন পর চিনি ও লেবুর রস একসাথে মিশিয়ে তুলা দিয়ে আলতো ভাবে মেহেদির উপর দিয়ে দিলে রঙ গাঢ় হয়।

২।মেহেদি তোলার পর ৭-৮ ঘন্টা পানি না লাগানোই ভালো।এক্ষেত্রে vicks blam হাতে দিলে রঙ গাঢ় হয়।

৩।মেহেদি দেয়ার পর চুলার তাপে শুকালে গাঢ় রঙ পাওয়া যায় ৪।লবঙ্গ গরম করে তার ভাপ হাতে দিয়ে রঙ গাঢ় হতে পারে ৫।মেহেদি তোলার পর কাচা রঙে সরিষার তেল দেওয়া যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »