ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

শাওয়াল চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদিতে ঈদ

ডেস্ক ০৩ জুন ২০১৯ ১১:১২ ঘটিকা ১৮৪

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। আগামীকাল ০৪ জুন, মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কমিটি সোমবার (৩ জুন) রাতে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান-সহ আরো কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার (০৫ জুন) ঈদ উদযাপিত হবে।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

ব্যাঙ্ককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে

সূত্র - সময় নিউজ 

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »