ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

২০ জনের জন্য বিরিয়ানী রান্না করতে কতটুকু পোলাও চাল ও মাংস প্রয়োজন?

লাইফস্টাইল ডেস্ক

সংসার ডেস্ক

০৪ এপ্রিল ২০২৪ ১০:৪২ ঘটিকা
১৯৭

চালের দ্বিগুণ পরিমান মাংস হলে বিরিয়ানি খেতে হয়, তবে যে কোন অনুপাতে দেয়া যায়। ৬জন ১ কেজি চাল হিসাব করে চাল দিতে পারেন। সেই হিসেবে সাড়ে তিন কেজি চাল ও ৪ কেজি মাংস দিতে পারেন।

300 জন লোকের জন্য কি কি পরিমান গরুর মাংস আর পোলার চাল লাগবে?

- ৩০০ জন লোকের জন্য ৫০কেজি চাল ও ৫০ কেজি মাংস দিতে পারেন। ৬ জন লোকের জন্য ১কেজি চাল ও মাংস হিসাব করা হয়েছে।
 

৮০ জনের শুধু পোলাও রান্না করতে কতটুকু চাল লাগবে?

- ৮০ জনের জন্য সাড়ে ১৩ কেজি চাল দিতে হবে। 

 

 

 

 

আপনার জন্য নির্বাচিত »

ঘরকন্যা থেকে আরও খবর »