ডেস্ক ১৬ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ১৪৯ ০
রান্না! ভালো ভাবে করতে পারবো তো! খেতে ভালো হবে তো! ভালো না হলে যারা খাবে তারা কি বলবে? এমন অনেক টেনশন কাজ করে নতুন রাধুনীদের। তবে রেসিপি জানা থাকলে আর ঠিকঠাক মতন রান্না করতে পারলে আর ভয় নেই। স্বাদ হবে মনের মতন। আর ভালো ভালো রান্না করে আপনিও কুড়াতে পারেন প্রশংসা। তবে নতুন রাধুনী বা গিন্নীদের জন্য আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে দারুন কিছু টিপস, আসুন তাহলে দেরি না করে জেনে নেই সেই টিপস গুলো।
খাসি বা গরুর মাংসে লোম থেকে গেছে? একটু আটা মাখিয়ে অপেক্ষা করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন, দেখবেন একটা পসম ও নেই, একই ভাবে হাসে থাকা বাড়তি লোমও পরিস্কার করতে পারেন।
ভাপা পিঠা ফ্রিজে রেখেছেন শক্ত হয়ে গিয়েছে? চিন্তা নেই ওভেনে দিয়ে ১ মিনিট গরম করে নিন, দেখবেন একদম তুলতুলে হয়ে গিয়েছে।
মাছ কাটতে পটূ না? তাহলে প্রথমে কাচি দিয়ে মাছের পাখনা কেটে নিন। দেখবেন সহজেই এবার কাটতে পারছেন। আর আস ছাড়ানোর জন্য কাটাচামচ ব্যবহার করতে পারেন।
লেটুস পাতার তাজা ভাব বজায় রাখার জন্য লেটুস পাতা ধোয়ার সময় পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে নিন লেটুস পাতা তাজা থাকবে।
বাঁধাকপি ও ফুলকপির সতেজভাব বজায় রাখার জন্য রান্নার সময় এক চা-চামচ লেবুর রস মেশান। দেখবেন সবজির সুন্দর সাদা রঙ বজায় থাকবে।
গোটা ফুলকপি রান্না করার সময় অর্ধেক লেবু ফুলকপির ওপরের অংশে ঘষে নিন। কপির মাঝের অংশ কোনাকুনি কেটে দিন, সহজে সিদ্ধ হবে।
শশা কাটার ১ ঘন্টা আগে লবণ পানিতে ভিজিয়ে রাখুন। সালাদ ড্রেসিং সহজে শশার মধ্যে প্রবেশ করবে।
রসুনের কোয়ার ওপর সামান্য তেল ঘষে রোদে শুকনো করে নিন। সহজে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।
কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে চিড়ে রাখুন। তারপর এতে লবণ ও হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।
লেবু বেশিদিন তাজা রাখতে চইলে লবণের কৌটার মধ্যে রাখুন।
মূলা রান্না করার আগে পাতলা করে খোসা ছাড়িয়ে নিন। গন্ধ কমে যাবে।
আলু বেশিদিন ভালো রাখার জন্য আলুর সাথে ব্যাগে ভরে একটি আপেল রাখুন। আলু সহজে পচে যাবেনা।
টম্যাটো ফ্রিজে পলিথিনে স্টোর করবেন না, বাহিরে পলিথিনে রাখতে পারেন। ভালো থাকবে।
কাঁচামরিচের বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখুন ও আদাও ফ্রিজে রাখুন বেশিদিন ভালো থাকবে।
ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন।
ক্যাপসিকাম অর্ধেক কেটে ফেলে রাখবেন না। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
বাধাঁকপি রান্না করার সময় প্রায়ই একধরনের গন্ধ বের হয়। সে ক্ষেত্রে রান্না করার সময় পানিতে অল্প লবণ দিয়ে বাঁধাকপিটি ভাপিয়ে নিন। যে পাত্রে রান্না করবেন, সেটা ঢাকবেন না। দেখবেন গন্ধ চলে যাবে।