ডেস্ক ০৩ জুলাই ২০২১ ১২:৫৩ ঘটিকা ২৪৬ ০
একটি সুন্দর হাতকে আরও আকর্ষনীয় করে তোলে সুন্দর নেইল পলিশ। কিন্তু অনেকেই নেইল পলিশ করার সঠিক পদ্ধতি জানেন না। আজ আপনাদের জন্য নেইল পলিশ নিয়ে কিছু এক্সক্লুসিভ টিপস সেয়ার করবো। আশা করি সেই টিপস গুলো আপনারা কাজে লাগাবেন।
স্বাগতম বিডি সংসার এর রুপচর্চা আয়োজনে। রুপচর্চা ও রান্নাবান্না গ্রুপে এক আপু আমাদের কাছে প্রশ্ন করেছেন, নেইল পলিশ করি তবে আমার নেইল পলিশ চকচকে হয় না। তিনি একটি ব্র্যান্ডের নেইল পলিশ ব্যবহার করেন। আজ তার প্রশ্নের উত্তর দিতেই এই পোস্ট।
>> >> Flormar গ্লসি নেইল পলিশের দাম জানতে ক্লিক করুন এখানে << <<
নেইল পলিশ বিভিন্ন রকম হয়ে থাকে। কোনটা ম্যাট, আবার কোনটা গ্লেসি। গ্লেসি নেইল পলিশ চকচক করে।
তবে আমরা অনেক সময় এই দিক না জেনেই নেইল পলিশ কিনে থাকি। তাই দেখা যায় নখে নেইল পলিশ দিলেও চকচক করছে না। তাই নেইল পলিশ কেনার সময় গ্লেসি নেইলপলিশ কেনা উচিৎ।
আর গ্লেসি নেইল পলিশের উজ্জ্বলতা আরও বাড়াতে ওয়াটার কালার নেইল পলিশ ব্যবহার করতে পারেন। এটি সাধারনত স্বচ্ছ বা পানি কালারের হয়ে থাকে। আবার কিছু নেইল পলিশে থাকে গ্লিটার।
প্রথমে নখে আপনার পছন্দের নেইল পলিশ এক কোট দিয়ে দিন। শুকিয়ে যাওয়ার আগেই, ওয়াটার কালার নেইল পলিশ দিয়ে আরেক কোট দিয়ে দিন। দেখবেন সাধারন নেইল পলিশের থেকে এটা অনেক বেশি চকচক করছে।
আবার শুধু ওয়াটার কালার নেইল পলিশ দিয়েও আপনার নক চকচকে দেখাতে পারেন।
>> >> নখে ম্যাট ইফেক্ট দিতে ট্রাই করতে পারেন এই ম্যাট নেইলপলিশ << <<