ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

সুদীপা চ্যাটার্জী ফিরছেন

ডেস্ক ২১ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ৮২

সংসারের রান্নাঘর ছেড়ে এবার পরিবারের জলসায় ফিরছেন সুদীপা চ্যাটার্জী। সানাই, কাল, কি আশায়, দাদামনির বর আবার বাজলো তোমার আলোর বেণু নিয়ে ফিরেছে অগ্নিদেব চ্যাটার্জি ফিরছেন। ২০ আগস্ট থেকে শুরু হয়েছে এই নতুন সিরিয়াল, সম্প্রচারিত হচ্ছে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। 

রাইটার ও ক্রিয়েটিভ হেড - সুদীপা চ্যাটার্জী

ফিলেম লিড- শ্যামৌপ্তি মুডলী(দাসীর মুংলী),

মেল লিড - রাহুল দেব বোস। 

সম্প্রচারের সময়- ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

রিপিট - সকাল ১০টা ও দুপুর ১টায়। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »