ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১১৯ ০
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রানী রাসমনির রানী দিতিপ্রিয়াকে তো সবাই চেনেন। সিরিয়ালের বদৌলতে ঘরে ঘরে পরিচিত এখন। তার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। শুটিং এর পাশাপাশি সমান তালে চলছে পড়াশুনাও। সম্প্রতি দিতিপ্রিয়া তার স্যোশাল মিডিয়া প্রোফাইলে শুটিং এর ফাকের কিছু ছবি শেয়ার করেছেন।
পর্দার মেয়ে-জামাইয়ের সঙ্গে ক্যামেরার পেছনে রানির বন্ধুর সম্পর্ক। শট দেওয়া শেষ হলেই সবাই চলে আড্ডা। খাওয়া-দাওয়া, সেলফি তোলা আর সেই ছবি বাদ পড়ে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেও। এই যেমন সম্প্রতি রানির তাঁর ইনস্টাগ্রাম অ্যালবামে পোস্ট করেছেন শ্যুটিং ফ্লোরের কিছু ছবি।
তবে সিরিয়ালের পাশাপাশি পড়াশুনায় কিন্তু একদম ফাঁকি দিচ্ছেন না তিনি। সমান তালে চলছে শুটিং ও পড়াশুনা। এই বছর মাধ্যমিকে ফাস্টডিবিশনে পাশ করে পাঠভবনে ভর্তি হয়েছেন তিনি। ১৫ই আগস্ট স্কুলের অনুষ্ঠানে ভারতমাতা সেজে শোভাযাত্রায় বেড়িয়ে ছিলেন তিনি।
সূত্র - কলকাতা ২৪