ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ১০৯ ০
চাইনিজ ভেজিটেবল কার না পছন্দ। ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে খুবই ভালো লাগে এই পদ। বিভিন্ন রকম সবজি ও মাংস থাকার কারনে এটি হয় খুবই পুষ্টিকর। বাচ্চারাও চেটেপুটে খায় এই ভেজিটেবল। স্বাগতম বিডি সংসার এর রেসিপি সেকশনে। আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে চাইনিজ ভেজিটেবল এর একটি রেসিপি। আসুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করবেন চাইনিজ ভেজিটেবল।
উপকরণ -
প্রনালী -
পেঁয়াজ কিউব করে কেটে নিন।
সকল সবজি লম্বা ভাবে কেটে নিন।
এবার ক্যাপসিকাম বাদে সকল সবজি আলাদা ভাবে আধা সেদ্ধ করে নিন।
সেদ্ধ করার সময় সামান্য লবন ও কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। তাহলে সবজির রঙ ভালো থাকবে। সবুজ রঙ আরও সবুজ হবে।
এবার প্যানে তেল দিয়ে দিন। আদা ও রসুন দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন।
এবার দিয়ে দিন চিকেন। দিয়ে দিন সামান্য লবন। এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে ১-২ মিনিট নেরে চেড়ে নিন।
সব সবজি দিয়ে ৪-৫ মিনিট নাড়াচাড়া করতে থাকুন।।
এবার দিয়ে দিন পরিমান মতন চিকেন স্টক। ঢেকে রাখুন ৫-৬ মিনিট। ঢাকনা খুলে পানিতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিন।
এবার চিনি , সসও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন ।