ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

ব্রা এর ফিতা দেখা এড়াতে দারুন বুদ্ধি

ডেস্ক ০৪ জুন ২০১৮ ১২:০০ ঘটিকা ১৪৬

মেয়েদের চলার পথে প্রতিদিন নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়। কিছু কিছু সমস্যা তো অনেক সময় অপ্রত্যাশিত হয়ে ওঠে। আজ তেমন একটি সমস্যার সমাধান এর সহজ উপায় দেখাবো আপনাদের।

অনেক সময় জামার গলা বড় হলে ব্রা এর ফিতা বের হয়ে যেতে দেখা যায়। ফলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যার সমাধানে যে জামার গলা বড় সেটার কাধে নিচের দিকে আলাদা ফিতা লাগিয়ে নিন বোতাম সহ। জামা পরার সময় ব্যায়ের ফিতাটি এই লুপে আটকে দিয়ে বোতাম লাগিয়ে দিন। ব্যাস হয়ে গেলো, আর বার বার ঠিক করতে হবে না ব্রা এর ফিতা। স্কুল কলেজে যারা পড়েন তাদের জন্য এই পদ্ধতি অনেক কার্যকর।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »