ডেস্ক ১৪ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৮২ ০
চুলের যত্নে আমলকীর কোন জুড়ি নেই। আমলকিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ও এমিনো এসিড, যা চুল পড়া রোধ করে। এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। চুলের খুশকি দূর করতে আমলকির কোন জুড়ি নেই। আসুন জেনে নেই আমলকীর বিভিন্ন হেয়ার প্যাক।
উজ্জ্বল চুল পেতে
উজ্জ্বল চুল পেতে এই প্যাকের কোন বিকল্প নেই। ১ টেবিল চামচ আমলকীর পাউডারের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। এই পেস্ট চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুল হবে ঝলমলে ও উজ্জ্বল।
চুল পড়া কমাতে আমলকীর
এই প্যাক চুল পড়া কমাবে। আধা কাপ আমলকির সাথে ১ কাপ পানি ও এক টেবিল চা চামচ মধু মিশিয়ে এক ঘটা রেখে দিন। চুল শ্যাম্পু করার পর এই প্যাক লাগাতে হবে। এই প্যাক ৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া বন্ধ হবে।
খুশকি দূর করতে আমলকিতে
এই প্যাক দূর করতে ১ টেবিল চামচ আমলকি পাওডারের সাথে ১০ ফোটা নারিকেল তেল ও ১ টেবিল চামচ লেবুর রস এক সঙ্গে মেশান। ভালো করে ব্রাশ দিয়ে চুলের গোড়ায় ও মাথার তালুতে ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে চুলের খুশকি।