ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

আসছে পায়েল দত্তের নতুন সিরিয়াল আলোয় ভুবন ভরা

ডেস্ক ১৬ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১০২

বাংলা টেলিভিশনে দাবাং স্টাইলে ঝড় তুলতে আসছেন মহিলা আইপিএস মন্দিরা সেন। মন্দিরা সেন চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দত্ত। ১৪ মে থেকে কালারস বাংলায় শুরু হবে নতুন ধারাবাহিক আলোয় ভুবন ভরা। এসিড আক্রান্ত একটি মেয়ের জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। তুলে ধরা হয়েছে তার ঘুরে দাড়ানোর গল্প।

এই সিরিয়ালে অতয়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মন্দিরা সেন। এই আই পিএস অফিসারের হাতেই রয়েছে এসিড এট্যাকের তদন্তের ভার। এই চরিত্র সম্পর্কে পায়েল দত্ত বলেন - এই চরিত্র করতে পেরে ভীষণ ভালো লাগছে। ভীষণ স্মার্ট একটা চরিত্র, দারুন কিছু একশন দৃশ্য রয়েছে, তাই আমি খুব এক্সাইটেড। এমন চরিত্র বাংলা টেলিভিশনে খুব একটা পাওয়া যায় না।

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »