ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ২৬২ ০
চুলের যত্নে তেলের ভূমিকা কোন কালেই অস্বীকার করা যায় না। কিন্তু বাজারে যে তেল পাওয়া যায় তার বেশিরভাগ গুলোই খাঁটি হয় না। নানা রকম ভেজাল মিশিয়ে এই তেল তৈরি করা হয়ে থাকে। এই সকল তেল ব্যবহার করার কারনে পড়তে থাকে চুল। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে খাঁটি নারিকেল তেল চিনবেন। আসুন তাহলে দেখে নিন।
নারিকেল তেলের সব থেকে বড় গুন হচ্ছে এটি ঠান্ডা হলে জমে যায়। নারিকেল তেল খাটি কিনা তা বোঝার জন্য তেল ৩০ মিনিট ফ্রিজে জমতে দিন। তেল যদি পুরোপুরি জমে গিয়ে থাকে তাহলে বুঝবেন আপনার তেল একদম খাঁটি। খাঁটি নারিকেল তেল একদম পানি কালার হয়ে থাকে। যদি হলুন বা গ্রে কালারের হয়ে থাকে তাহলে বুঝতে হবে এতে ক্যামিকেল মেশানো আছে। আসল নারিকেল তেলে কোন কড়া গন্ধ থাকবে না। নারিকেল তেলে হালকা নারিকেলের গন্ধ পাবেন। আসল নারিকেল তেলের দাম বেশী হবে। কিন্তু ভেজাল তেলের দাম সে তুলনায় অনেক কম হবে।
আর আপনি চাইলে বাসায় খুব সহজেই নারিকেল তেল নিজেই তৈরি করে নিতে পারেন। এর আগে বিডি সংসার এ এই নিয়ে একটি পোস্ট করা হয়েছে। পড়ে নিতে পারেন সেটা।
পড়ুনঃ বাসায় তৈরি করুন নারিকেল তেল