ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ১১১ ০
স্বাগতম বিডি সংসার এ। বিডি সংসার প্রতিদিন আপনাদের সাথে নতুন নতুন রেসিপি ও টিপস শেয়ার করে আসছে। দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস। আজ রূপচর্চা ও রেসিপি গ্রুপের একটি হেল্প পোস্ট আমাদের নজর কেড়েছে। একজন মেম্বার তার পোস্টে জানতে চেয়েছেন তরকারিতে লবন কমানোর উপায়। তাই সেই পোস্টের উত্তর দেবো আজ। জানাবো কিভাবে তরকারির লবন কমাবেন। আসুন তাহলে দেরি না করে জেনে নেই।
তরকারি বা ডালে লবন বেশি হলে - তরকারি বা ডালে লবন বেশি হয়ে গেলে, কয়েকটি আলু সেদ্ধ করে দিয়ে দিতে পারেন। তাতে করে আলু বাড়তি লবন শোষন করে নেবে।
ভুনায় লবন বেশি হলে করনীয় - ভুনা বা দোপেয়াজায় লবন বেশি হলে চিনি ও টকদই ব্যবহার করে লবন কমানো যেতে পারে। প্রথমে টকদই ও চিনি একসাথে মিশিয়ে তরকারিতে দিয়ে কিছু সময় চুলায় রেখে দিন। দেখবেন লবন কমে এসেছে।
মাছের তরকারিতে লবন বেশি হলে - মাছের তরকারিতে লবন বেশি হলে দিয়ে দিন টমেটো। তাছাড়া বাড়িতে ডালের বড়ি থাকলে তাও ভেজে দিয়ে দিন, দেখবেন লবন কমে গিয়েছে।
রোস্ট বা রেজালায় লবন বেশি হলে - রোস্টে লবন বেশি হয়ে গেলে মালাই দিয়ে দমে রেখে দিন , দেখবেন লবনের মাত্রা কমে এসেছে।
এছাড়া ময়দা, দুধ ও পেঁয়াজও লবণ শোষণে কার্যকরী। ময়দা পানি দিয়ে মেখে ছোট ছোট বলের আকৃতি করে তরকারি বা ডালে দিয়ে দিলে লবণ কমে যাবে। পেঁয়াজের বেরেস্তা করে তরকারিতে দিলেও লবণ কমে যাবে। এছাড়া তরকারিতে দুধ দিলে লবণ তো কমবেই, পাশাপাশি খাবারে ভিন্ন স্বাদও যোগ করবে।
কাবাবে লবণ বেশি হলে লেবুর রস ও চিনি দিতে পারেন লবন কমে যাবে।