ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ১১৯ ০
মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত (১২ ঘন্টা) মিরপুর, শ্যামলি, মনিপুরীপাড়া, আগারগাও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গনভবন, জাতীয় সংসাদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, পুরানঢাকা, বঙ্গভবন, গোপিবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টুরোড, তেজগাও, খিলগাও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলঘ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশটি নিম্নে দেওয়া হলো।