ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০০ ঘটিকা ১০৩ ০
ছবিগুলো দেখলেই যে কারো চোখ ছানাবড়া হবে। কেউ বলবে এটা হয়তো অন্য কোন দেশের ছবি। বা তুষারপাত।
তবে আপনি ভুল করছেন। এই ছবি গুলো আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও এটা কিন্তু তুষারপাতের কোন দৃশ্য নয়।
গতকাল গাজীপুরে ই ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে।
স্থানীয় এক প্রবীন জানান তার ৬০ বছরের জীবনে এমন ভয়াবহ শিলাবৃষ্টি তিনি দেখেননি।
এই ব্যপক শিলা বৃষ্টির কারনে আমের মুকুল সহ ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
শিলাবৃষ্টির তীব্রতা এতো বেশি ছিলো যে স্থানীয়রা কাঠা বা কোদাল দিয়ে রাস্তার শিলা সরিয়া চলার উপযোগী করে তোলেন।