ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

বাণিজ্য মেলায় ৫৯৯ টাকায় ৩টি থ্রিপিস!

ডেস্ক ১৩ জানুয়ারী ২০১৯ ১২:০০ ঘটিকা ১৫৯

মাত্র কয়েকদিন শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখনো পুরোপুরি জমে না উঠলেও শুক্রবার ও শনিবার বেশ ভালোই ভিড় দেখা গেছে। এই মেলায় থাকছে নানা রকম পন্যের দোকান। বাণিজ্য মেলায় অন্যতম আকর্ষন থাকে নানান রকম দেশি বিদেশি পোষাকের দোকান। এর ভিতর থ্রিপিস এর দোকান উল্লেখযোগ্য। 

এবার বাণিজ্য মেলায় ৫৯৯ টাকায় ৩ সেট থ্রিপিসের অফার দিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর পাশাপাশি রয়েছে ৯৯৯ টাকায় ৩টি থ্রিপিস, ১২০০ টাকায় তিনটি থ্রিপিস এর অফার। দেশি বিদেশি বিভিন্না প্যাভিলিয়নে এ অফার দেয়া হচ্ছে।

এটা মূলত ক্রেতাদের আকৃষ্ট করতে একধরনের ব্যবসায়িক কৌশল। অফারের বাইরেও আলাদা ভাবে থ্রিপিস বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের মত এখনো মেলা ভালোভাবে জমে না ওঠার কারণে বিক্রির পরিমান তেমন নয়। তবে তারা আশাবাদী, আরও কিছুদিনের ভিতরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। 

আপনার জন্য নির্বাচিত »

জানা-অজানা থেকে আরও খবর »