ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ আপডেট ৫ মাস আগে

জনপ্রিয়

আবার বিয়ে করছেন শ্রাবন্তী! হয়ে গেছে বাগদান

ডেস্ক ১৮ এপ্রিল ২০১৯ ১২:৫৪ ঘটিকা ৩২৯

বাংলা সিনেমার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। আবারও নাকি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র তার বর্তমান প্রেমিক রোশন সিং। 

গুঞ্জন আছে পহেলা বৈশাখে (গত সোমবার) চুপিসারেই তাদের বাগদান সম্পন্ন হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার জানায় প্রায় ১ বছর ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এই শুক্রবারেই নাকি তাদের বিয়ে। তবে বিয়ে কলকাতায় নয়। 

প্রায় এক বছর সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই জুটি। শোনা 

যাচ্ছে, শুক্রবারই বিয়ে করবেন তাঁরা। কিন্তু কলকাতায় নয়। চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন তাঁরা। রোশনের বাড়ি সেখানেই। 

রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজ়ার। তাঁদের সম্পর্কের বয়স বেশি না হলেও দু’জনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। 

এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয় শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ঝিনুক। তবে মায়ের সঙ্গেই থাকে ছেলে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর বিয়ে হয় মডেল কৃষণ ব্রজের। 

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »