ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ আপডেট ৯ মাস আগে

জনপ্রিয়

ডিউ ক্রিমটি কেমন, এটি কি ভালো কাজ করে?

ডেস্ক ১৯ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৫০৩

ডিউ হোয়াইটনিং ক্রিম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। মুখের ব্রণ, কালো দাগ, মেচ্ছতা, বলিরেখা ও ডার্ক সার্কেল দূর করতে এটি ভালো কাজ করে থাকে।

ডিউ ক্রিম ব্যবহার - রাতে শোয়ার আগে, ভালোভাবে মুখ ধুয়ে নিন। এর পর মুখে ভালো করে ফেসওয়াস দিয়ে পরিস্কার করে নিন। এবার একটি আঙ্গুলে ক্রিম দিয়ে আলতো করে সারা মুখে ম্যাসাজ করুন। সারা রাত এভাবে থাকবে। সকালে উঠে কুসুম গরম পানিতে সাবান বা ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি যদি অন্য কোন ক্রিম ব্যবহার করে থাকেন তাহলে সেটা লাগাতে পারেন। এক থেকে দুই সপ্তাহে দেখবেন আপনার ত্বকে পরিবর্তন লক্ষ্য করতে পারছেন।

কোন কোন ক্ষেত্রে ডিউ ক্রিম ভালো কাজ করে?

ত্বক উজ্জ্বল ফর্সা করতে এই ক্রিম ভালো কাজ করে। ব্রণ, কালো দাগ, মেছতা ও ডার্ক সার্কেল দূর করতেও ভালো কাজ করে এই ক্রিম।

ডিউ ক্রিমের দাম কেমন?
ডিউ একটি পাকিস্তানি ক্রিম, আসল ডিউ ক্রিমের খুচরা দাম ৩৫০ টাকা।

ডিউ ক্রিম মাখলে কোন প্রতিক্রিয়া আছে?
ডিউ ক্রিমে ক্যামিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, এবং এতে অতিরিক্ত মাত্রায় জিঙ্ক থাকে, যা সাময়িক সৌন্দর্য বৃদ্ধি করলেও পরবর্তিতে র‍্যাস, প্রদাহ এর সৃষ্টি করতে পারে।

আপনার জন্য নির্বাচিত »

লাইফস্টাইল থেকে আরও খবর »