ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ আপডেট ১০ মাস আগে

জনপ্রিয়

লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী করতে কিছু টিপস

ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৫ ঘটিকা ৪০৪

ঠোঁটকে আকর্ষনীয় করতে লিপস্টিকের কোন তুলনাই হয় না। কেউ পছন্দ করেন ডার্ক কালারের লিপস্টিক, কেউবা লাইট। কেউ পছন্দ করে থাকেন ম্যাট লিপস্টিক তো কেউ গ্লসি। তবে যে ধরনের লিপস্টিকই হোক না সেটা কিছু সময় পর মলিন হয়ে যায়। তখন তা আরও খারাপ দেখায়। আজ বিডি সংসার এর আয়োজনে থাকছে লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু টিপস।

ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে নারিকেল তেল ও চিনি দিয়ে হালকা করে মালিশ করে নিন। এতে করে ঠোটের মরা চামড়া উঠে যাবে।

এবার লিপজেল লাগিয়ে নিন। এতে চলে যাবে ঠোটের খসখসে ভাব।

ঠোঁটে প্রাইমার দিয়ে দিন। এতে লিপস্টিক এর রঙ হবে দীর্ঘস্থায়ী এবং রংটাও ভালো ফুটে উঠবে।

যে রঙ এর লিপস্টিক ব্যবহার করবেন একই রঙ এর লিপ লাইনার দিয়ে ঠোটের চারিপাশে লাইনার টেনে দিন। এর পরে লিপস্টিক ব্যবহার করুন।

লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে হালকা চাপ দিন। 

টিস্যুর উপর হালকা পাউডার বুলিয়ে দিন ব্রাশ দিয়ে। এবার আরেক কোট লিপস্টীক লাগিয়ে নিন। 

এভাবে এপ্লাই করলে দেখবেন অনেক সময় স্থায়ী হচ্ছে আপনার লিপস্টিক। 

আপনার জন্য নির্বাচিত »

সাজুগুজু থেকে আরও খবর »