ডেস্ক ২৩ এপ্রিল ২০১৯ ১১:৫৩ ঘটিকা ৩১০ ০
বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার। চিরদিনই তুমি যে আমার খ্যাত এই নায়িকা আপাতত গৃহবন্দী। বিবাহ অভিযান ছবির শুটিং এ গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা।
জনপ্রিয় ভারতীয় গনমাধ্যম আনন্দ বাজার পত্রিকাকে প্রিয়াঙ্কা জানান, দৌড়ের শটে অভিনয় করার সময় পড়ে যান এই নায়িকা। আর তাতেই এখন এই অবস্থা। আপাতত বাড়িতেই বসে তিনি। বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। চলছে ওষুধ। সামনে ছিলো শো, ক্যানসেল করতে হয়েছে সব। সময় কাটাচ্ছেন সহজের সঙ্গে।
বিরসা পরিচালিত ছবিতে প্রথমে মিমির অভিনয় করার কথা থাকলেও নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারনে তিনি এই ছবি থেকে সরে দাড়ান।
প্রিয়াঙ্কা ছাড়াও রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ, নুসরত ফারিয়া এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।