ডেস্ক ২২ আগস্ট ২০১৮ ১২:০০ ঘটিকা ১৬১ ০
গত শনিবার থেকে অচলবস্থায় পড়েছে কলকাতার টেলিপাড়া, বন্ধ রয়েছে শুটিং। দফায় দফায় বৈঠক করেও এখনো কোন সমাধান বের হয়নি। বিভিন্ন চ্যানেলর কাছেই নেই কোন এপিসোড। ফলে ধারাবাহিকের পুরানো এপিসোড দেখাতে বাধ্য হচ্ছেন তারা। এই রকম পরিস্থিতিতে স্টার কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন।
এই চ্যনেলের দাবি, বেশিরভাগ ধারাবাহিকের নতুন এপিসোড জমা পড়েনি। তাই ঐ সকল স্লটে বাছাই করা এপিসোড দেখাতে বাধ্য হচ্ছেন তারা। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটা ছাড়া কোন উপায়ও নেই।
তবে এই সমস্যার সমাধান কি? আর কতদিনই বা নতুন এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের এটাই সকলের প্রশ্ন।
সংবাদ সূত্র - আনন্দবাজার পত্রিকা