ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ আপডেট ৬ মাস আগে

জনপ্রিয়

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ

ডেস্ক ২২ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১২৩

জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। (ইন্নালিল্লাহি… রাজিউন)। দুপুর বারোটার দিকে তার উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেত্রী। উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই কয়েক ঘন্টা লাইফ সাপোর্টে রাখার পর বিকেল ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাজিন আহমেদ। 

জানা গেছে, তাজিনের এজমার সমস্যা থাকলেও হার্টের কোন সমস্যা ছিলো না। আজ দুপুরে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। 

তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ছোট পর্দায় নানা নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। 

তথ্য সূত্র চ্যানেল আই অনলাইন

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »