ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০০ ঘটিকা ৮৮ ০
আবার বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। এর আগে তার একটি কন্যা সন্তান ছিলো। এবার ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মীরা রাজপুত। বুধবার বিকেলে মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি করা হয় মীরাকে। সন্ধ্যার দিকে জন্ম হয় শাহীদের ছেকে। মেয়ের পর ছেলে হওয়ায় খব খুশি এই দম্পতি।
তবে তাদের নতুন অতিথির নাম এখনো জানা যায়নি। শাহীদের নতুন সদস্য আশার কথা জানতে পেরেছেন বলিউডের নানা বন্ধু বান্ধব। তারা সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছাও জানিয়েছেন।