ডেস্ক ০৭ অক্টোবর ২০১৮ ১২:০০ ঘটিকা ১৯১ ০
বাংলা টেলিভিশনের চেনা মুখ দেবময় মুখোপাধ্যায়। টেলিভিশনের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দর্শকদের মন জয় করেছেন তার অভিনয় দিয়ে। এবার তার জীবনের ২য় ইনিংস শুরু করেছেন দেবময়। সদ্য সাতপাকে বাধা পড়েছেন এই অভিনেতা। চলতি সেপ্টেম্বরের শেষের দিকে সায়ন্তী রায়কে বিয়ে করেছেন তিনি। কনে পেশায় শিক্ষিকা।
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল জল কালী কলকত্তাওয়ালিতে অভিনয় করেছেন দেবময়। এছাড়া ওম নম শিবায়, সবিনয় নিবেদন, তবু মনে রেখো তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া জনপ্রিয় সিনেমা বোঝে না সে বোঝে না, পাবর না আমি ছাড়তে তোকে তে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের খবর জানিয়েছেন দেবময়।
নতুন জীবনের জন্য দেবময়কে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।