ডেস্ক ১৮ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ১৩১ ০
গত ১২ মে আবারো গাট ছড়া বেঁধেছেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক হিমেশ। কনে সোনিয়া কাপুর। পেশায় টিভি অভিনেত্রী। বিয়ের কয়েকদিন পরেই পাড়ি দিয়েছেন হানিমুনে। দুবাইতে হানিমুন করছে এই নবদম্পতি। হিমেশের ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাদের নানা অন্তরঙ্গ ছবি।
তবে শুধু হানিমুনে যাননি এই দম্পতি। হিমেশ বলেন, এই বছর আগস্ট মাসে হিমেসের নতুন ছবির কাজ শুরু হবে, তাই সেই উপলক্ষে শপিং টাও সেরে নিচ্ছেন তারা। আবার আগামী মাসে সস্ত্রীক টোকিও যাচ্ছেন তারা, একথাও জানিয়েছেন হিমেশ।