ঢাকা সোমবার, ২৪ মার্চ ২০২৫ আপডেট ১২ মাস আগে

জনপ্রিয়

বন্দুক দিয়ে কাকে গুলি করলেন দিতি প্রিয়া?

ডেস্ক ২০ মে ২০১৮ ১২:০০ ঘটিকা ৩০৮

শান্তশিষ্ট ও লক্ষি মেয়ে দিতি প্রিয়া। জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি - তে তার অভিনয় অসামান্য। যেমন কোমল তেমন কঠিন। মাতিয়ে রেখেছেন দর্শকদের। তবে পর্দার রাসমণির সাথে বাস্তবের দিতিপ্রিয়ার সাথে কোন মিল নেই। সেরকম একটা ছবিই দেখা গেলো সম্প্রতি দিতিপ্রিয়ার ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলে ।

২দিন আগে দিতি প্রিয়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় রাসমণির কস্টিউমেই বন্দুক চালাচ্ছেন তিনি। হয়তো সিরিয়ালের কোন দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত সপ্তাহেও টিআরপি তে শীর্ষ স্থান ধরে রেখেছে করুণাময়ী রানি রাসমণি সিরিয়াল। দিতি প্রিয়ার অভিনয়ও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তবে তার এমন রুপ সত্যই অবিশ্বাস্য।

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on

আপনার জন্য নির্বাচিত »

বিনোদন থেকে আরও খবর »